top of page
এই সপ্তাহের কবিতা
নির্মলেন্দু গুণ
হেমন্তের মেঘ
নির্মলেন্দু গুণ
অসভ্যতার অপার আনন্দ বুকে নিয়ে
আমি আকাশ থেকে আকাশান্তরে
উড়ে বেড়াচ্ছি পুঞ্জীভূত হেমন্তের মেঘ।
বর্ষা বা শরতের মতো মেঘ আমি নই।
আমি এতো সহজেই বৃষ্টি ঝরাবো না।
আরও অনেকটা সময় ধ'রে
আমি আনন্দকে শাসন করতে চাই।
এখনও আমার অনেক আনন্দ বাকি।
না-চাইতেই নারীকে যে শুভরাত্রি বলে,
নারী তাকে মন থেকে পুরুষ ভাবে না।